আহমদ আলী মিয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রামের ব্রিজপাড় এলাকায় খই আর সেদ্ধ ছোলাবুট বিক্রি করেন। লোকমুখে অভিযোগ, ছোটবেলা থেকেই আহমদ একরোখা আর ঘাউড়া কিসিমের লোক। নিজে যা বোঝেন, তা-ই করেন তিনি। যদিও সব কাজে পারদর্শী তিনি। যেমন ধরুন এই গরমে তাঁর মনে হয়েছে গরমের একটা পোশাক বানানোর প্রয়োজন। তাই কাঁধে ঝুলে থাকা গামছাটা টান দিয়ে খুলে ফতুয়ার মতো কিছু একটা নিজেই সেলাই করে বানিয়ে ফেললেন, তাতে বোতাম, বুকপকেট লাগিয়েছেন অথচ দুই পাশ খোলা। আহমদ বলেন, আমার কান্ধের ওপর গামছাটা পইরা থাহে হুদাই, তাই ভাবলাম কিছু একটা বানাই, আরাম পাই। ছবিটি গত শনিবার দুপুরে শ্রীপুর ব্রিজ পার এলাকা থেকে তোলাছবি: ইমতিয়াজ আহমেদ