গ্রামীণ শিশুরা মাটির তৈরি খেলনা ও কাদামাটি নিয়ে খেলছে। মেধা বিকাশে শিশু-কিশোরদের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিটি ১ এপ্রিল রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রাম থেকে তোলাছবি: মাসুদার রহমান
২ / ১০
আল্লাহর সুনিপুণ সৃষ্টির মধ্যে ফুল হলো একটি সৃষ্টি। ফুল সবাই ভালোবাসেন। হোক সে বিখ্যাত কোনো ফুল বা পুকুরের পাড়ে অযাচিত গাছের ফুল। তবে ফুলকে ভালোবাসার জন্য বসন্তের আগমনী দরকার হয় না। স্বচ্ছ মন দিয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত ফুলের জগতে ভাসা যায়ছবি: ফারহানা ইয়াসমিন
৩ / ১০
প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। এ থেকে বাদ যাচ্ছে না পশুপাখিও। তীব্র গরমে প্রশান্তির আশায় পুকুরে নামিয়ে দেওয়া হয়েছে মহিষগুলোকে। গ্রীষ্মের দাবদাহে পানিতে নেমেই তৃপ্ত মহিষ। ছবিটি সম্প্রতি রাজশাহীর রাজাবাড়ি থেকে তোলাছবি: রাব্বী হাসান সবুজ
৪ / ১০
ভুট্টা ফুলে ছেয়ে আছে ভুট্টাগাছ। ভুট্টাগাছগুলো জমির আল বরাবর সাথি ফসল হিসেবে লাগানো হয়েছে। এগুলো যেমন জমির ভেতরের ফসলগুলোর রক্ষাকবচ হিসেবে কাজ করবে, তেমনি পাওয়া যাবে ভুট্টাও। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ৭ এপ্রিলছবি: মো. বিল্লাল হোসেন
৫ / ১০
তখন সকাল ছয়টা। ধানমন্ডিতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পেছনে ফিরতেই দেখলাম এ দৃশ্য। রিকশার হুড তুলে, সিট নামিয়ে গায়ের ওপর কাগজ মুড়িয়ে ঘুম। শান্তির ঘুম! ছবিটি সম্প্রতি তোলাছবি: মামুন সোহাগ
৬ / ১০
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্রসৈকতে ঘুরতে যেতে কার না ভালো লাগে! এমন মনোরম সূর্যাস্ত দেখতে হয়তো দর্শনার্থীরা ছুটে যায় বারবার। কক্সবাজারের সুগন্ধা সৈকত থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: শাকিল আহমেদ সৈকত
৭ / ১০
যান্ত্রিকতার যুগে গ্রামীণ মানুষের কাছে বাইসাইকেল এখন গুরুত্বপূর্ণ বাহন। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রাম থেকে তোলাছবি: মাসুদার রহমান
৮ / ১০
সবুজ পাতায় শিশির কণা। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: মো. জাফর আলী
৯ / ১০
জোয়ার-ভাটার সঙ্গে জেলেদের সম্পর্ক নিবিড়। টেকনাফের নাফ নদীতে মাছ ধরছেন স্থানীয় জেলেরা। মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। ছবিটি সম্প্রতি তোলাছবি: শাকিল আহমেদ সৈকত
১০ / ১০
হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এটি হোলি উৎসব নামেও পরিচিত। গালেমুখে আবিরের রং। মেখেছে সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রং মাখছে আবার কাউকে জোর করে মাখাচ্ছে। চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) উচ্ছ্বাস–উল্লাসে দিনটি উদযাপিত হয়েছেছবি: আজাহার ইসলাম