বাংলাদেশের ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজ ফুল। আর কিছুদিন পরেই ফুল থেকে হবে কালো রঙের বীজ, যা থেকে আমরা পেঁয়াজ উৎপাদন করি। আর হ্যাঁ, পেঁয়াজ বীজ উচ্চ দামের হয়ে থাকে, তাই একে কালো সোনা বলে অভিহিত করা হয়। বিশেষত, ফরিদপুর অঞ্চলে প্রচুর পরিমাণে কালো সোনা উৎপাদিত হয়। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ১ এপ্রিলছবি: মো. বিল্লাল হোসেন