নাগরিক ছবি

১ / ১১
ছোটবেলায় আমরা কে না ঘুড়ি উড়িয়েছি! বিকেল হলেই মাঠে ছুটে গিয়ে ঘুড়ি ওড়ানো, একজনের ঘুড়ি দিয়ে অন্যজনেরটা কেটে দেওয়া, দূর আকাশে নিজের ছোট্ট ঘুড়িটাকে দেখে পেতাম নির্মল আনন্দ। ঘুড়ি ওড়ানোর এ সংস্কৃতি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই রীতিমতো ঘটা করে পালন করা হয়। সিলেটে মেঘলা আকাশের হালকা বাতাসে ঘুড়ি ওড়াচ্ছে এক বালক। সিলেট উপশহর এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
আহমেদ শাহীন
২ / ১১
প্রকৃতির বিরূপ পরিবেশের কারণে নদী, চর ও জেলেদের বেঁচে থাকার লড়াই। বালাসী ঘাট, গাইবান্ধা, ১৩ মার্চ
ছবি: মাসুদার রহমান
৩ / ১১
যমুনা নদীর চরে শুকাতে দেওয়া হয়েছে লাল মরিচ। ছবিটি গতকাল বুধবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার চর থেকে তোলা
ছবি: রকিব হাসান নয়ন
৪ / ১১
নির্মাণাধীন ভবনের মধ্যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন দুই নির্মাণশ্রমিক। তাঁদের শ্রমে-ঘামে গড়ে ওঠে বড় অট্টালিকা ও দালান। রংপুর শহর, ৩১ মার্চ
ছবি: মাসুদার রহমান
৫ / ১১
জীবিকার তাগিদে তীব্র রোদ আর চন্দ্রনাথ পাহাড়ের উঁচু-নিচু সিঁড়ি, ঝুঁকিপূর্ণ প্রায় পথ উপেক্ষা করে সংগ্রহ করা কাঠ কাঁধে নিজ গন্তব্যে ছুটছেন কাঠুরে। এক হাতে লাঠির জোর আর অন্যদিকে কাঁধে কাঠের বোঝা নিয়ে বয়সের ভারে ন্যুব্জ কাঠুরে প্রতিনিয়ত হাড়ভাঙা খাটুনিতেই চলে একটি সংসার। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
৬ / ১১
ইট-রডের এই রাজধানীতে ফুলের বাহারও যায় দেখা। রাস্তা দিয়ে যাওয়ার সময় গণপরিবহনগুলোর যাত্রীরা পায় তার সৌন্দর্যের ছোঁয়া। মহাখালী ফ্লাইওভারের কাছে লাগানো এই বাগানবিলাস। ছবিটি সম্প্রতি তোলা
আবীর মোদক
৭ / ১১
বেলাশেষে ব্যস্ত পারাপার। সাম্প্রতিক ছবি। গড়াই নদ, খুলুমবাড়ি ঘাট, পাংশা, রাজবাড়ী
ছবি: কাজী ইমদাদুল হক ইমু
৮ / ১১
বাংলা মায়ের সাহসী সন্তান। পরিবর্তন সভ্যতা বিকাশের প্রধান শর্ত। যুগে যুগে মানুষ তার প্রয়োজনে জীবনকে পরিবর্তন করেছে। এগিয়ে যাওয়ার এ দৃশ্য স্বপ্ন জাগায় যে পরিবর্তনের আলিঙ্গনের পথে নতুন প্রজন্ম। ৩১ মার্চ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে তোলা
ছবি: হাসানুজ্জামান হাসান
৯ / ১১
চরে ফসলি জমিতে কাজ শেষে গবাদিপশুর খাবার নিয়ে ঘরে ফিরছেন কিষানিরা। যমুনার চর, জামালপুর, ১৩ মার্চ
ছবি: মাসুদার রহমান
১০ / ১১
বাবুবাটান নামের এ পাখির ছবিটির ছবি ধারণ করা হয়েছে তিস্তা নদীর চরে। দেখতে নিষ্পাপ এ পাখি দল বেঁধে চরে খাবার সংগ্রহ করে। গত ১২ মার্চ রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদী থেকে তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
১১ / ১১
পড়ন্ত বিকেলে দুটি শিশু ঘুড়ি ওড়ানোর চেষ্টায় নিমগ্ন। দৃশ্যটি দেখে ছেলেবেলার ঘুড়ি ওড়ানোর সেই দৃশ্যের কথা স্মৃতিপটে ভেসে উঠল। এ যেন শৈশবকালের প্রতিবিম্ব। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ১ এপ্রিল
ছবি: মো. বিল্লাল হোসেন