ছোটবেলায় আমরা কে না ঘুড়ি উড়িয়েছি! বিকেল হলেই মাঠে ছুটে গিয়ে ঘুড়ি ওড়ানো, একজনের ঘুড়ি দিয়ে অন্যজনেরটা কেটে দেওয়া, দূর আকাশে নিজের ছোট্ট ঘুড়িটাকে দেখে পেতাম নির্মল আনন্দ। ঘুড়ি ওড়ানোর এ সংস্কৃতি শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অনেক দেশেই রীতিমতো ঘটা করে পালন করা হয়। সিলেটে মেঘলা আকাশের হালকা বাতাসে ঘুড়ি ওড়াচ্ছে এক বালক। সিলেট উপশহর এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলাআহমেদ শাহীন