নাগরিক ছবি

১ / ১৬
গাছের আড়ালে চাঁদের উঁকি। চাঁদ ছড়াচ্ছে তার স্নিগ্ধতা। পথচারী পাচ্ছেন আলোর সহায়তা। লোকজন ঘর থেকে বাইরে এসে চোখ বুলিয়ে নিচ্ছে সেই অপরুপ দৃশ্য। কেউবা নিজ বাড়ির ছাঁদে জড়ো হচ্ছেন প্রিয়জনের সঙ্গে। ইসলামপুর, কোম্পানীগঞ্জ, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রফিকুল ইসলাম রেজা
২ / ১৬
বন্যায় ভেঙে গেছে সেতুর মাঝখানের অংশ। প্রায় ২ বছর ধরে এভাবেই পারাপার হচ্ছে ১০ গ্রামের মানুষ। ছবিটি আজ মঙ্গলবার জামালপুরে মেলান্দহ উপজেলার পাঠানপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: রকিব হাসান নয়ন
৩ / ১৬
গণস্বাস্থ্যের লেকপাড়ের রাস্তাজুড়ে শুকনা পাতার মিছিল। ছবিটি গতকাল সোমবার তোলা
ছবি: মো. রাকিবুল হাসান
৪ / ১৬
মেহেরপুরের চাঁদবিলে ফুটে আছে সৌন্দর্যমণ্ডিত কচুরিপানার ফুল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাকিবুল হাসান
৫ / ১৬
ব্যস্ততার জীবনে শান্তির ঘরে ফেরার তাড়া সবার। রাজশাহী শহর, ২৯ মার্চ
ছবি: সৈকত
৬ / ১৬
রাজধানীর উত্তর বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের মানুষ আছে পানির কষ্টে। ওয়াসার লাইনে পানি না থাকায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। গরম আর সরমকে পিছনে ফেলে একটু পানির আসায় গত রোববার এভাবেই লাইনে দাঁড়িয়েছে তারা
ছবি: কাব্য
৭ / ১৬
কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার চাঁদ জানান দিচ্ছে রমজানের আর খুব বেশি দিন বাকি নাই। কলেজ মাঠ, পাংশা, রাজবাড়ী, ২৯ মার্চ
ছবি: কাজী ইমদাদুল হক ইমু
৮ / ১৬
দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলে মধু এসে গেছে। আর এর চারপাশে মৌমাছির আনাগোনা। কী চমৎকার দৃশ্য! কয়েক দিনের মধ্যে মধু আহরণ করা হবে। ছবিটি ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের সূর্যমুখী ফুলের বাগান থেকে সম্প্রতি তোলা
ছবি: ইমরান ইমন
৯ / ১৬
এক জমি থেকে অন্য জমি, মাঠের পর মাঠ, যত দূর চোখ যায় যেন সোনালি ফসলের ঝিলিক। রোদের আলোয় পাকা-আধা পাকা ফসল সোনালি রঙে চিকচিক করে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও মাড়াই চলছে পুরোদমে। বসন্তের আমেজে উৎসবমুখর পরিবেশে মাঠে মাঠে এখন বোরো ধান কাটার ধুম লেগেছে। মাঠের সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আর কৃষক পরিবারগুলোতে চলছে ফসল বরণের প্রস্তুতি। সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আহমেদ শাহীন
১০ / ১৬
ধুলাবালি আর ধুলার ধূলিকণায় অতিষ্ঠ গ্রামীণ জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো। এক দিকে যেমন বেহাল রাস্তা, অন্য দিকে মিনিটে মিনিটে চলছে মাটিবোঝাই ট্রাক্টর। ছবিটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া-কুশবাড়িয়া এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: এম বুরহান উদ্দীন
১১ / ১৬
গাছে নেই পাতা। গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের লেকের পাড় থেকে ছবিটি গতকাল সোমবার তোলা
ছবি: মো. রাকিবুল হাসান
১২ / ১৬
কাজ একই। পুরুষেরা ৪৫০-৫০০ টাকা পান, সেখানে একই কাজ করে নারী শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য পাওনা থেকে। নারীরা মজুরিবৈষম্যের শিকার হয়ে পান ২০০-২৫০ টাকা। মজুরি কম বলে এসব কাজে নারী শ্রমিকদের বেশি নিয়োজিত করেন কর্তারা। সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
১৩ / ১৬
বরিশাল সদরের পর্যটন এলাকা এবং বিনোদনকেন্দ্রের অন্যতম ত্রিশ গোডাউন। প্রতিদিন সেখানে শত শত পর্যটক এবং শহরের মানুষ ভিড় জমায়। সেখানে গড়ে উঠছে ভ্রাম্যমাণ দোকানপাট। নিদিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও পর্যটক এবং বিনোদনপ্রেমিকেরা তাতে বর্জ্য না ফেলে যত্রতত্র এবং নদীতে বর্জ্য ফেলে। তাতে সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। আর এই প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। ছবিটি গত রোববার তোলা হয়েছে বরিশাল সদরের ত্রিশ গোডাউন পর্যটন এলাকা থেকে
ছবি: কামরুল হাসান
১৪ / ১৬
সুপারিগাছে বাসা বাঁধা ছানা বুলবুলিটি অপেক্ষার প্রহর গুনছে। কখন মা বুলবুলি ঠোঁটে করে আনা খাবার তুলে দেবে তার মুখে। ছবিটি রাজশাহীর সুজানগর থেকে সম্প্রতি তোলা
ছবি: শাহিদা আরবী
১৫ / ১৬
সূর্যোদয়। মিলনছড়ি, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাইমুল সিয়াম
১৬ / ১৬
সারা রাত মাছ শিকার করে অমানবিক পরিশ্রম করে জেলেরা এভাবেই সারা দিন ঘুম আর বিশ্রাম নেন। তবে রাতযাপনের ভালো জায়গা না মেলায় তিস্তাপাড়ের সেতুর নিচেই মাথা রাখার ঠাঁই জুটেছে উত্তরের বিভিন্ন জায়গা থেকে আসা এসব জেলেদের। ছবিটি সম্প্রতি রংপুরের তিস্তাপাড় থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ