নাগরিক ছবি

১ / ১১
গ্রামীণ ঐতিহ্য খড়ের দোচালা ঘর আজ বিলুপ্তির পথে। ছবিটি নওগাঁর পত্নীতলা থেকে সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
২ / ১১
সড়ক বিভাজকে গাছটির বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। একইভাবে গাছটি পথচারীদের জন্য হুমকিও তৈরি করছে। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে থেকে আজ রোববার ছবিটি তোলা
ছবি: মানসুরা হোসাইন
৩ / ১১
জীবিকার তাগিদে তিস্তা নদীর ডালিয়া প্রান্তের নারীরাও ছুটে চলেছেন আপন বেগে। হাতীবান্ধা, লালমনিরহাট, ২৮ মার্চ
ছবি: তাজওয়ার আহমেদ তনয়
৪ / ১১
সকালের সূর্যোদয়ের মনোরম দৃশ্য। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুরোনো ভূষিরবন্দর ডহন্ডা গ্রাম থেকে ছবিটি ২৬ মার্চ তোলা
ছবি: অর্জুন রায়
৫ / ১১
অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য। পিচঢালা রাস্তার দুই পাশে সবুজের সমারোহ। রাজারহাট, কুড়িগ্রাম, ২৬ মার্চ
ছবি: শাহ মুহাম্মদ আবদুল্লাহ
৬ / ১১
কৃষকের জমিতে লালশাক। রামপুর, রংপুর, ২৭ মার্চ
ছবি: মাসুদার রহমান
৭ / ১১
টমেটো বিক্রির উদ্দেশে ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছেন বাবা। ছবিটি দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালি খানপুর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অর্জুন রায়
৮ / ১১
ভালোবাসা ও ঝুঁকি। এককালে গ্রামে এমন দৃশ্য দেখা গেলেও এখন সচরাচর দেখা যায় না। তবে সাইকেল আরোহী রডের ওপর শিশুটিকে দাঁড় করিয়ে মহাসড়ক ধরে বেশ ঝুঁকি নিয়েই নিজ গন্তব্যে ছুটছেন। এমন পরিস্থিতিতে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সম্প্রতি রংপুরের পার্ক মোড় থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ।
৯ / ১১
এ দেশের প্রান্তে প্রান্তে সবুজের সমারোহ যেন সবার মন কেড়ে নেয়। বিশেষ করে, অর্থকরী প্রতিটি সবুজ শস্য বাংলার কৃষকের মুখে অনন্য এক সুখময় হাসি এনে দেয়। এর মধ্যে ধান অন্যতম। ছবিটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামালপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. জাফর আলী
১০ / ১১
তপ্ত বালুচরে এখন সবুজের ছাউনি। মাইলের পর মাইল নানা ফল-ফসলের সমাহার। চরের নারী-পুরুষ জড়িয়ে পড়েছেন চাষবাসে। অমানবিক শ্রম আর নিজেদের বুদ্ধি-কৌশল খাটিয়ে বালুচরের ফসল তুলছেন তাঁরা। কিন্তু সেই দাম না পাওয়ার দুর্ভাগ্য মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ার তিস্তাপাড় থেকে তোলা
ছবি: রাব্বী হাসান সবুজ
১১ / ১১
গম প্রক্রিয়াজাত করা কঠিন হলেও প্রখর রোদে কিষানি গম কাটছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশর গাড়ি থেকে ছবিটি ২৭ মার্চ তোলা
ছবি: মাসুদার রহমান