নাগরিক ছবি

১ / ১৬
ছেঁড়া শার্ট, রোদে পোড়া শরীরে নয়, কৃষকের সৌন্দর্য ফসলের রঙে। খাদ্যযোদ্ধা কৃষক তাঁর জমিতে সার প্রয়োগ করছেন। ধনশালা, রংপুর, ২০ মার্চ
ছবি: মাসুদার রহমান
২ / ১৬
মৌলভীবাজারের শিল্প মেলায় মানুষের ভিড়। ছবিটি সম্প্রতি মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ থেকে তোলা হয়েছে
ছবি: মান্না দাস
৩ / ১৬
একই কাজ করলেও নারী শ্রমিকেরা মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। মডার্ন মোড়, রংপুর, ২১ মার্চ
ছবি: মাসুদার রহমান
৪ / ১৬
মাঝি নৌকা বাইছেন। সংসারের হাল ধরতেই শক্ত হাতে বইঠা ধরতে হয় তাঁকে। ছবিটি সম্প্রতি ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৫ / ১৬
প্রকৃতির অপার সৌন্দর্য...। বগুড়ার আদমদীঘি এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৬ / ১৬
শজনেপাতায় শিশিরবিন্দু। শীতকাল চলে গেছে এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। শহরে গরমের কারণে অস্থির জনজীবন। বসন্তকালেই যেন গ্রীষ্মের কাঠফাটা রোদ। অপর দিকে গ্রামে এখন বসন্তকাল স্পষ্ট। দিনের বেলা গরম অনুভূত হলেও মধ্যরাত থেকে ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে থাকে চারদিকে। বৈদ্যুতিক পাখা চালানোরও প্রয়োজন পড়ে না তখন। হালকা কুয়াশাও পড়তে থাকে রোদ ওঠা পর্যন্ত। ভোরে ঘর থেকে বের হলেই চোখে পড়ে গাছের পাতায় আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু। ছবিটি আজ সোমবার গাজীপুরের শ্রীপুর থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান
৭ / ১৬
ভিড় জমেছে মাছের বাজারে। কারণ, এসেছে বড় কাতলা মাছ। ত্রিশাল উপজেলা বাজার, ময়মনসিংহ, ২১ মার্চ সন্ধ্যা
ছবি: মো. ফাহাদ বিন সাঈদ
৮ / ১৬
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
ছবি: আজাহার ইসলাম
৯ / ১৬
চলে গেছে শীত, গাছে গাছে এসেছে নতুন পাতা। গাছের নতুন পাতাই জানান দিচ্ছে, প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। পাইকগাছা, খুলনা, ২২ মার্চ
ছবি: মো. আজিজুল হাকিম রাকিব
১০ / ১৬
কারমাইকেল কলেজে পড়ন্ত বিকেলে সূর্য ও পাখি একসঙ্গে। ছবিটি ১৬ মার্চ তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
১১ / ১৬
নদীপারের জীবন। বালাসি ঘাট, গাইবান্ধা, ১২ মার্চ
ছবি: মাসুদার রহমান
১২ / ১৬
কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলায় তিস্তা নদীর চরে চিল। ছবিটি ১২ মার্চ তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
১৩ / ১৬
খুলনার পাইকগাছা পৌরসভার পাশ দিয়ে বয়ে চলেছে শিবসা নদীর শাখা। খুলনা জেলার অন্যতম ও গুরুত্বপূর্ণ নদী শিবসা। অর্থনৈতিক ও সামাজিকভাবে এ নদীর রয়েছে বিশেষ গুরুত্ব। একসময় পাইকগাছার যোগাযোগব্যবস্থা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এই নদী। এ নদী দিয়ে একসময় বড় বড় জাহাজ, লঞ্চ ও স্টিমার চলাচল করত। কিন্তু তা আজ পরিণত হয়েছে রূপকথার গল্পে। দুই পাড় ভরাট হয়ে নদী হয়ে গেছে খাল। এখন এই নদীতে নৌকাই ঠিকভাবে চলতে পারে না। নদীর দুই পাড় হয়ে গেছে ঘাসে ভরা মাঠ। এই ঘাসে ভরা মাঠই একসময় ছিল চিরযৌবনা নদী। বেহাল হওয়া সত্ত্বেও নদী খননে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এ নদী আজ পড়ে গেছে অস্তিত্বসংকটে
মো. আজিজুল হাকিম রাকিব
১৪ / ১৬
সিলেটের চা–বাগানগুলোজুড়ে এখন কচি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহ। সেই সতেজ আর স্নিগ্ধ রূপ নিয়ে দুটি পাতা একটি কুঁড়িরা এখন বাগানে বাগানে মাথা তুলে ঠায় দাঁড়িয়ে। সিলেটের লাক্কাতুড়া চা–বাগান থেকে সম্প্রতি তোলা
ছবি: আহমেদ শাহীন
১৫ / ১৬
তিস্তা নদীতে ঘোড়া নিজেও পার হচ্ছে, নৌকাও টানছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদী থেকে ছবিটি তোলা হয়েছে ১২ মার্চ
ছবি: তুহিন ওয়াদুদ
১৬ / ১৬
শীত শেষে বাড়ছে গরম। এই গরমে বেড়েছে তরমুজের কদর। সান্তাহার, বগুড়া, ১৮ মার্চ
ছবি: নিলয় কুমার পাল