ফুল সব সময় পরিবেশের সৌন্দর্য বাড়ায়, কিন্তু মানুষ ফুলকে নষ্ট করে সেই সৌন্দর্য কমায়। তাই আমরা ফুলকে নষ্ট করে নয়, বরং ফুলকে বাঁচিয়ে পরিবেশটা সুন্দর করি। টাঙ্গাইলছবি: মুক্তাদির জিহাদ
৩ / ১৩
দোকানশ্রমিক রবিউল গ্রাহকের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন। প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে জানমালের ক্ষয়ক্ষতি হয়। তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। ২০ মার্চ, রংপুর,ছবি: মাসুদার রহমান
৪ / ১৩
এমন দৃশ্য দেখলে মনে হয় যে বারবার ফিরে আসি এই বাংলার বুকে। পত্নীতলা উপজেলা, নওগাঁ, ১৮ মার্চছবি: সাকিব হোসেন
৫ / ১৩
ডালে কাঠবিড়ালি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩ মার্চছবি: সজীব কুমার দে
৬ / ১৩
নদী ও জীবন। নদীর ওপর নির্ভরশীল যাঁদের জীবন ও জীবিকা, শুধু তাঁরাই বোঝেন নদীর গুরুত্বছবি: মো নাজমুল হুদা রিয়াদ
৭ / ১৩
ভ্রমণপ্রিয় দর্শনার্থীরা নৌকায় করে দিঘির জলে ভাসছেন। ছবিটি সম্প্রতি দিনাজপুরের রামসাগর দীঘি থেকে তোলাছবি: মাসুদার রহমান
৮ / ১৩
পাখির শব্দ ও গাছে গাছে পাখির কলরবে এখন আর কারও ঘুম ভাঙে না। গ্রামগঞ্জেও দেখা মেলে না দেশীয় প্রজাতির নানা রকমের পাখি ও তাদের আবাসন। সময়ের পরিবর্তন আর জলবায়ুর বিবর্তনে হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে এসব। সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড় গ্রামে দেখা মিলল কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বাবুই পাখির বাসা। হারানো প্রায় জীববৈচিত্র্য আর সেই পাখিগুলো ফিরিয়ে আনতে তাদের যথাযথ আবাসন নিশ্চিত করতে এখনই সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়া দরকারছবি: রাতু রুমানা চৌধুরী স্নেহা
৯ / ১৩
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। দীর্ঘ পথচলার এই প্রাপ্তিতে বাংলাদেশ সেজেছে বর্ণিল রঙে। ভোলার প্রত্যন্ত অঞ্চল চরফ্যাশনও যেন পিছিয়ে নেই। চরফ্যাশন পৌরসভা–সংলগ্ন এলাকা মার্চের সাড়া মাসজুড়ে সেজেছে রঙিন সাজেছবি: মাহমুদুল হাসান ইজাজ
১০ / ১৩
থেমে নেই জীবন। করোনার মধ্যে জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ শীতলক্ষ্যা নদীর পাড়ে কাজ করে চলেছেন। ছবিটি সম্প্রতি গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে তোলাছবি: সাইদুর রহমান সাদ
১১ / ১৩
দীর্ঘদিন ধরে চলছে গাজীপুর-এয়ারপোর্ট রোড উন্নয়নের কাজ। কিন্তু ন্যূনতম নাগরিক স্বাস্থ্য নিরাপত্তার বালাই নেই এখানে। উড়ছে ধুলা। মনে হবে যেন এই রাস্তা ধরে নেমে এসেছে শীতকাল। আসলে তা নয়, ধুলায় ঢেকে গেছে পুরো রাস্তা। ছবিটি সম্প্রতি তোলাছবি: শ্যামল শিশির
১২ / ১৩
প্রকৃতির নতুন বারতায় গাছে গাছে কচি পাতার সমাহার। ১৯ মার্চ, রংপুরছবি: মাসুদার রহমান
১৩ / ১৩
টাকফাটা গরমে শৈশবের সেই ভালোবাসার পথিক...। শান্তাহার রেলওয়ে স্টেশন, বগুড়া, ১৮ মার্চছবি: নিলয় কুমার পাল