নদ–নদী বাঁচায় মানুষকে, অথচ মানুষ কত নির্দয়ভাবে মেরে ফেলে বয়ে চলা নদ–নদীকে। গত শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা-ফুলবাড়িয়া উপজেলার মাঝামাঝি একটি গ্রামে পুরোপুরি বেদখলের কবলে পড়ে অস্তিত্ব হারিয়ে মৃত বানার নদের এক অংশে এমন চিত্রই দেখা যায়। একসময় এই নদে ছিল অথৈই দরিয়া। ধান, চাল, পাট বোঝাই করে এই নদীপথে বিভিন্ন জায়গায় ছুটে চলেছে নৌকা। শুকনা মৌসুমে এই বানার নদের টলটলে পানি খেয়ে বেঁচে ছিল মানুষ, নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে দুই পারের জেলে পরিবারগুলো, যা এখন স্মৃতি হয়ে রয়েছে তাদের চোখে। ছবিটি রোববার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানার নদ থেকে তোলাছবি: ইমতিয়াজ আহমেদ