কুয়াশাচ্ছন্ন শীতের গ্রাম
শীতকালজুড়ে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের ব্যাপকতা দেখা যায়। তেমনি উত্তরের রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে চার কিলোমিটার দূরে বড়বিলার পাশে নখারপাড়া গ্রামে শীতের ভোরে দেখা মিলল শীতের সঙ্গে গ্রামের সহজ-সরল মানুষগুলোর জীবন–জীবিকা। কুয়াশা ভেদ করে ভোরের সূর্য, শিশিরভেজা নরম ঘাসের গালিচা, কুয়াশার চাদরে ঢাকা গ্রাম যেন প্রকৃতির এক অপরূপ দৃশ্য। ছবিগুলো সম্প্রতি তোলা।