গাইবান্ধার সাঘাটায় সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও কম্বল বিতরণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মানুষের মধ্যে আটটি সেলাই মেশিন, চারটি ভ্যানগাড়ি, শিক্ষা উপকরণ, অন্ধদের সাদাছড়ি, তালবীজ বিতরণ করা হয়েছে। জীবিকা নির্বাহের জন্য রোটারী ক্লাব অব ঢাকা অবনি-এর আয়োজনে বেশ কিছু রোটারী ক্লাবের যৌথ সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ছাড়া একই অনুষ্ঠানে ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় পাঁচ শ পরিবারের মধ্যে কম্বল (৫০০টি) বিতরণ করা হয়।
সম্প্রতি হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা অবনির সভাপতি আবদুল ওয়াজেদ, সাবেক সভাপতি মাহমুদুল হাসান, রোটারিয়ান নাসির উদ্দিন, ঢাকা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানসহ আরও অনেকে।