রাইজিং ইউথ অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন নাফিজা রহমান
গতকাল শনিবার ঢাকার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়নে ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন আগামীতে নেতৃত্ব দিবেন এমন ৩০ জন তরুণকে ‘রাইজিং ইউথ অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারাদেশ থেকে তরুণদের মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই– বাছাইয়ের করে এই পুরস্কার দেওয়া হয়। উইমেন লিডারশিপ ক্যাটাগরিতে পুরস্কার পান নাফিজা রহমান।
পুরস্কার প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, ইয়ুথ গ্লোবাল অর্গানাইজেশনের চিফ প্যাট্রন সীমা হামিদ, ইয়ুথ গ্লোবাল জেনারেল সেক্রেটারি অন্তু করিম, ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের ফাউণ্ডার আরেফিন দিপু, ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের এক্সুকেটিভ ডিরেক্টর শামীমা বিনতে জলিল।
পুরস্কারপ্রাপ্ত নাফিজা রহমান বলেন, ‘সাফল্য একটা জার্নি, এই অব্যাহত থাকে কাজের ভেতর। সাফল্য অর্জনের পর আম্মার মুখে যেই আনন্দ দেখি তাতেই প্রাণ পাই। আর মনে হয় চেষ্টাগুলো বৃথা নয়।’