পানি ও স্যানিটেশনের অবকাঠামোতে বিনিয়োগ বাড়াবে ওয়াটার ডট ওআরজি

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩’ শীর্ষক অনুষ্ঠান হয়ছবি: ওয়াটার ডট ওআরজির সৌজন্যে

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগ বৃদ্ধি করবে আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াটার ডট ওআরজি। ‘প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নে অগ্রসর: বসতবাড়িসহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামীর পরিকল্পনা নির্ধারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানটি হয়। ওয়াটার ডট ওআরজির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬–এর সঙ্গে তাল মিলিয়ে সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। বিশ্বের পাঁচ কোটির বেশি মানুষের কাছে নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ওয়াটার ডট ওআরজি। ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে যাত্রা শুরুর পর সংস্থাটি বিভিন্ন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৪৪৫ মিলিয়ন মার্কিন ডলার পুঁজি নিয়ে ৮০ লাখ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।

গতকালের অনুষ্ঠানে দেশি–বিদেশি এনজিও, বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থা, এমএসএমই, স্টার্টআপ, অবকাঠামো কোম্পানিসহ বিভিন্ন খাতের ১৫০–এরও বেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এবারের আসরে অবকাঠামোগত অর্থায়নে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে নিজেদের কাজের পরিধি বৃদ্ধির পরিকল্পনার কথা জানানো হয়। এ ছাড়া এমএসএমই ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় সফল বিনিয়োগ ত্বরান্বিত করা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় নিজেদের আরও গভীর মনোযোগী হওয়ার ধারণা দেয় ওয়াটার ডট ওআরজি।