আলোবিহীন অচল ল্যাম্পপোস্ট
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একসময় সবুজে ঘেরা ফুলেল ক্যাম্পাস হিসেবে পরিচিত থাকলেও ক্রমেই হারিয়ে যাচ্ছে এর নান্দনিক সৌন্দর্যের বৈচিত্র্য। গোছানো ক্যাম্পাসের নয়নাভিরাম সৌন্দর্য হারিয়ে যাচ্ছে অবহেলা-অযত্নে। বর্তমানে আরেক সমস্যা হয়ে দাঁড়িয়ে আলোবিহীন অকর্ম দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট। একসময়ের সন্ধ্যার পরে আলোকিত ক্যাম্পাস বর্তমানে ভুতুড়ে জঙ্গলে পরিণত হয়েছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আলোকিত ক্যাম্পাসের জ্বলে ওঠা আলো।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান আলোবিহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে সন্ধ্যার পরপর। মেইন গেট, শহীদ মিনার, সততা ফোয়ারা চত্বর, ডায়না চত্বর, মুক্তবাংলা, বটতলা, ছাত্রলীগ ট্রেন্ড, মফিজ লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পার্শ্ববর্তী এলাকায় দেখা যাচ্ছে, ল্যাম্পপোস্ট থাকলে লাইন নেই, লাইট থাকলে আলো নেই।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি বলেন, ‘সন্ধ্যার পরবর্তী সময়ে ক্যাম্পাসে ভালো লাইটিংয়ের ব্যবস্থা না থাকার কারণে আমাদের বিভিন্ন সময় বিপাকে পড়তে হয়। এ ছাড়া ক্যাম্পাসে বিভিন্ন বিষধর সাপের উপদ্রব থাকায় আমাদের আরও ভয়ে তটস্থ থাকতে হচ্ছে। আমি আশা করব, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নজরে নিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য ফিরিয়ে দিয়ে ক্যাম্পাসকে আলোকিত করে তুলবে।’
*লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ