বান্দরবানের লামায় বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নের আমতলিপাড়ায় বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের উদ্বোধন হয়েছে আজ। ইউএসএআইডির অর্থায়নে এ ভবন নির্মাণ বাস্তবায়ন করেছে কেয়ার বাংলাদেশ। আজ মঙ্গলবার কেন্দ্রটি উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফা জাবেদ কায়সার। কেয়ার বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই আশ্রয়কেন্দ্রে চার শর বেশি ব্যক্তির দুর্যোগকালীন আশ্রয়ের ব্যবস্থাসহ নারীদের জন্য এবং প্রাথমিক চিকিৎসার জন্য আলাদা কক্ষ রাখা হয়েছে। এ ছাড়া নারী ও প্রতিবন্ধীবান্ধব আলাদা টয়লেট, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য র্যাম্প রয়েছে। সৌরবিদ্যুতের সুবিধাসহ সার্বক্ষণিক বিদ্যুৎ ও গভীর নলকূপসহ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি শ্রেণিকক্ষগুলোকে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল বলেন, ভৌগোলিক অবস্থা ও কৌশলগত কারণে এই আশ্রয়কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের জনগণ দুর্যোগের সময় এখানে আশ্রয় নিতে পারবেন এবং স্বাভাবিক সময়ে এটি শিক্ষা বিস্তারসহ নানা কাজে ব্যবহৃত হবে।’
এমপিডিএস প্রকল্পের আওতায় কক্সবাজার ও বান্দরবান জেলায় ইউএসএআইডির অর্থায়নে ২৫টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মিত হচ্ছে। যার বাস্তবায়নের দায়িত্বে আছে কেয়ার বাংলাদেশ, গ্রাউস ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল।