ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনাছবি: ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সৌজন্যে

চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ গত শুক্রবার (২ মে) বিদ্যালয়ের উত্তরার প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। এরপর মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি গান, নাচ, আবৃত্তি পরিবেশন এবং ক্ষুদ্র নাটিকা মঞ্চস্থ করে।

উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে শিক্ষাদানে বিশেষ অবদানের জন্য স্কুলের শিক্ষকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্কুলের প্রি-স্কুল ও প্রাথমিক শাখার প্রধান নাজমুন নাহারও বক্তব্য দেন।