হালুয়াঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন মিঠুন রাকসাম

মিঠুন রাকসামছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়ায় অবস্থিত ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান’–এর পরিচালক পদে নিয়োগ পেলেন কবি ও সংস্কৃতিকর্মী মিঠুন রাকসাম। ১০ জুলাই তাঁকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিঠুন রাকসামকে দুই বছর মেয়াদে হালুয়াঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

মিঠুন রাকসাম গারো জাতিগোষ্ঠীর একজন কবি ও লেখক। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দুধনই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। মিঠুন গারো জাতিসত্তার খাদ্য ও পানীয় নিয়ে গবেষণাগ্রন্থ ‘মান্দি জাতির পানীয় ও খাদ্যবৈচিত্র্য’ প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০০৮ সালে ‘মন্ত্রধ্বনি’ নামে। সর্বশেষ কবিতার বই ‘খেয়েই মরবো’ প্রকাশিত হয় ২০২৪ সালের অমর একুশে বইমেলায়। এ পর্যন্ত মিঠুন রাকসামের প্রকাশিত বইয়ের সংখ্যা ১২।