হাতিরঝিল বাইকার্স ক্লাবের পানি ও শরবত বিতরণ
হাতিরঝিল বাইকার্স ক্লাবের উদ্যোগে রাজধানীর মধুবাগে গতকাল বুধবার মে দিবসে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষকে পানি ও শরবত বিতরণ করা হয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে দুপুরবেলা মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই আয়োজন করে হাতিরঝিল বাইকার্স ক্লাব।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধুবাগের মাদার ক্লাবের সামনে বাইকার্স ক্লাবের সদস্যরা এ আয়োজন করে। রিকশাচালক, রিকশা আরোহী, পথচারীসহ আশপাশের দোকানিসহ সর্বস্তরের মানুষের জন্য এই আয়োজন করা হয় বলে জানা ক্লাবের উদ্যোক্তা মো. মামুনুর রশিদ। তিনি বলেন, বাইকার্স ক্লাব বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও জড়িত, তার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।
এদিকে হাতিরঝিল বাইকার্স ক্লাবের মতো আরও কিছু সংগঠন ও ব্যক্তি প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে পথচারীদের মাঝে পানি ও শরবত বিতরণ করছেন। রাজধানীর বনশ্রীতে এক ব্যক্তি বিনা মূল্যে শরবত বিতরণ করেছেন বলে সামাজিক মাধ্যম সূত্রে জানা যায়। এ ছাড়া দক্ষিণ বনশ্রীতে আড়ংয়ের সামনে অটোরিকশায় করে দুজন পঞ্চাশোর্ধ্ব নারী জুস বিতরণ করেছেন বলেও সামাজিক মাধ্যমে কেউ কেউ পোস্ট করেছেন।
**নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস: [email protected]