শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান দিবস পালিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ স্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে পরিসংখ্যান বিভাগ।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রা–পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। পরিসংখ্যান দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফুল এলাহী কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক রহমত আলী।