ব্র্যাক হেলথকেয়ার সেন্টার এখন উত্তরায়
ব্র্যাক হেলথকেয়ারের দ্বিতীয় শাখাটি যাত্রা শুরু করল উত্তরায়। গতকাল বুধবার উত্তরার ৬ নম্বর সেক্টরে ১২ নম্বর সড়কের ১৫ নম্বর ভবনে হেলথকেয়ার সেন্টারটি উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে রোগী ও রোগীর স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে গত বছর মার্চে রাজধানীর কাজীপাড়ায় যাত্রা শুরু করে ব্র্যাক হেলথকেয়ার সেন্টার।
আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টালহেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি আধুনিক মডেল ফার্মেসি।
উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ সালেহ্ বলেন, ‘আমরা ধরেই নিই, জরুরি প্রয়োজনে ভালো চিকিৎসক, ভালো চিকিৎসাসেবা পাব না। যদি পাই, তাহলে সেটাকে আশীর্বাদ বলে মনে করি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। ব্র্যাক হেলথকেয়ারের মূলমন্ত্রই হচ্ছে রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা।’
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘এক বছরের পরিক্রমায় আমাদের লক্ষ্য ছিল রোগীদের ভালো মানের সেবা দেওয়া ও তাঁদের একটা ভালো অভিজ্ঞতা দেওয়া। আমরা মনে করি, অনেকাংশে সে লক্ষ্য অর্জন করেছি। আমাদের কাজীপাড়া হেলথকেয়ার থেকে যাঁরা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ এই সেবা প্রদানের প্রক্রিয়াটাকে খুব পছন্দ করেছেন।’
উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টারটি একটি ‘আউটপেশেন্ট ক্লিনিক’, যেখানে পরিবারের প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানিয়েছে ব্র্যাক। সেন্টারটিতে এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রামসহ সব ধরনের প্যাথলজি পরীক্ষার সুবিধা রয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ভুল ফলাফলের জন্য থাকছে উচ্চ যোগ্যতাসম্পন্ন প্যাথলজিস্ট ও উন্নত মানের ল্যাবরেটরি।
নিরাপদ ওষুধ পেতে এখানে রয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদিত একটি ফার্মেসি, যেখানে প্রশিক্ষিত ফার্মাসিস্টরা দায়িত্বে থাকছেন। থাকছে নিয়মিত ডেন্টাল চেকআপ, টিথ ক্লিনিং, কসমেটিক ফিলিং, টুথ এক্সট্র্যাকশনসহ নানা ধরনের সেবা।
উদ্বোধনের পরদিন থেকেই প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য উন্মুক্ত থাকছে। সরাসরি সেন্টারে এসে সেবা নেওয়া যাবে অথবা ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের হটলাইন নম্বরে (+ ৮৮০-৯৬৭৮১৯১৯১১) কল করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেও আসা যাবে। www.brachealthcare.com ওয়েবসাইটে ব্র্যাক হেলথকেয়ার ও এর সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।