জাপানের চার নারী সাহিত্যিককে নিয়ে উপন্যাস
আবুল কাসেম তাঁর ‘শিকিবু’ উপন্যাসটি লিখেছেন একাদশ শতকের প্রথম দশকে জাপানের গৌরবময় সাহিত্য-সমৃদ্ধির যুগে মূল অবদান রাখা চারজন বিখ্যাত নারী কবি ও ঔপন্যাসিককে নিয়ে। তাঁদের একজন হলেন মুরাসাকি শিকিবু। তিনি এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। শিকিবু বিশ্বসাহিত্যের প্রথম উপন্যাস ‘দ্য টেল অব গেঞ্জি’র লেখক। অন্যরা হলেন সেই যুগের কবি আকাঝুমি ইমন ও ইঝোমি শিকিবু এবং বিখ্যাত ‘দ্য পিলুবুক’ উপন্যাসের রচয়িতা সেইশোনাগন।
এই চার কবি ও ঔপন্যাসিককে নিয়ে ‘শিকিবু’ উপন্যাস। এই উপন্যাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন সম্রাজ্ঞী তেইশি ও সম্রাজ্ঞী শোশি এবং সম্রাট ইচিজোর মা সেনশি।
সম্রাট ইচিজো তাঁর মা সেনশির প্রভাববলয়ে সাম্রাজ্য পরিচালনা করতেন। সম্রাট ইচিজোর ওপর সেনশির প্রবল প্রভাব ছিল। সেনশি সাম্রাজ্যের সব খোঁজখবর রাখতেন। বড় বড় পদে তাঁর লোক নিয়োগ দিয়ে তিনি ক্ষমতা ভোগ করতেন। এ নিয়ে আরেক প্রতাপশালী ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। তাঁরা পরস্পর ভাই-বোন ছিলেন।
সেনশি সবার কাছে সম্মান ও শ্রদ্ধার অধিকারী ছিলেন।
‘শিকিবু’ উপন্যাস লেখার জন্য লেখক আবুল কাসেম জাপানের গেঞ্জি মিউজিয়ামে রক্ষিত নানা প্রবন্ধ ও গ্রন্থসূত্রের সহায়তা নিয়েছেন। মুরাসাকি ‘শিকিবু’র ‘গেঞ্জি মনোগাতারি’কে কেন্দ্র করেই এই মিউজিয়াম। এ ছাড়া মুরাসাকি ও ইঝোমি শিকিবুর লেখা ডায়েরি থেকেও তিনি তথ্য নিয়েছেন। ‘শিকিবু’ উপন্যাসটি পড়তে পড়তে কখনো কখনো মনে হবে, ডায়েরিগুলোই বুঝি উপন্যাস হয়ে উঠেছে। উপন্যাসে যাঁদের গল্প বলা হয়েছে, ইতিহাসে তাঁরা বিখ্যাত ব্যক্তি।
এই উপন্যাসের পাঠ শেষে আমার ব্যক্তিগত অনুভূতি হলো, অনেক দিন পর ইতিহাসনির্ভর একটা ভালো বই পড়লাম।
শিকিবু
আবুল কাসেম
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা: তারিক সুজাত
মূল্য ৮০০ টাকা
*লেখক: মাসুম ইসলাম, সেন্ট্রাল রোড, ঢাকা
**মেটা ও এক্সসার্প্ট: নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]