৩০০ শয্যার ডিভাইন মার্সি হাসপাতালের উদ্বোধন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ীতে ডিভাইন মার্সি হাসপাতালের উদ্বোধন হয়েছে। দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৪৭ হাজার সদস্যের অর্থে প্রতিষ্ঠিত এ হাসপাতালের উদ্বোধন হয় আজ শুক্রবার। ঢাকা ক্রেডিটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহা ধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গোমেজ।
প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক বলেন, ‘ঢাকা ক্রেডিট শতভাগ চ্যালেঞ্জ গ্রহণ করে হাসপাতাল করেছে। আমি প্রার্থনা করি, সেবার মনোভাব নিয়ে ডিভাইন মার্সি এগিয়ে যাক।’
মো. সাইদুর রহমান বলেন, ‘হাসপাতালের মান নিয়ে আমাদের অনেক পর্যবেক্ষণ আছে। ঢাকা ক্রেডিটের নির্মিত ডিভাইন মার্সি হাসপাতাল নতুন আশা নিয়ে উদ্বোধন হলো। আশা করি, এই হাসপাতাল একটি ভালো সেবার প্রতিষ্ঠান হবে।’
এদিন ঢাকা সভাপতি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিটের চলমান উন্নয়ন, কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নামফলক উন্মোচন, বেলুন ওড়ানো, কবুতর ছেড়ে দেওয়া, বৃক্ষরোপণ এবং আশীর্বাদের মাধ্যমে অতিথিরা হাসপাতালটির উদ্বোধন করেন। এ সময় সবাই ফিতা কেটে হাসপাতালে প্রবেশ করেন।
হাসপাতাল উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ঢাকা ক্রেডিটের ৬৪তম বার্ষিক সাধারণ সভা।
১৯৫৫ সালে ২৫ জন সদস্যের ৫০ টাকা মূলধন নিয়ে ফাদার চার্লস জে ইয়াং ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ক্রেডিটের প্রায় ৪৭ হাজার সদস্য এবং সম্পদ ১ হাজার ৪০০ কোটি টাকা। ঢাকা ক্রেডিট বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। ‘ডিভাইন মার্সি হাসপাতাল লি.’ ঢাকা ক্রেডিটের সবচেয়ে বড় প্রকল্প। আন্তর্জাতিক মানের হাসপাতালে রয়েছে সকল সর্বাধুনিক প্যাথোলজিসহ নানা সুবিধা।