২১ আগস্ট স্মরণে ভিয়েনায় সভা

বক্তব্য দিচ্ছেন এম নজরুল ইসলাম
বক্তব্য দিচ্ছেন এম নজরুল ইসলাম

কলঙ্কিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুনেন মার্কেটের ঢাকা রেস্টুরেন্টে গতকাল ২০ আগস্ট স্থানীয় সময় বিকেলে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া-নোয়াখালী সমিতির সভাপতি আকতার হোসেন। পরিচালনা করেন আওয়ামী লীগের অস্ট্রিয়া শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সর্ব ইউরোপিয়ান শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, অস্ট্রিয়া-বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান শ্যামল, অস্ট্রিয়া-বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের অস্ট্রিয়া শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, কমিউনিটি নেতা এ বি এম মাইনুদ্দিন, সাইফুজ্জামান, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান মানিক ও আওয়ামী যুবলীগের অস্ট্রিয়া শাখার নেতা ফসিয়ার শেখ প্রমুখ।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এম নজরুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের প্রেতাত্মারা ২১ আগস্ট বাংলাদেশের গণমানুষের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। এরা পঁচাত্তরের ষড়যন্ত্রকারী, হত্যাকারী ও সুবিধাভোগী গোষ্ঠীর উত্তরাধিকারী। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি চিরতরে নির্বাসনে পাঠাতে।
তিনি আরও বলেন, ২১ আগস্টের বর্বরতার পেছনে মুখ্য ভূমিকা পালনকারী হাওয়া ভবনের কুশীলবর, সন্ত্রাস ও লুটপাটের রাজপুত্র তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংবাদদাতা: আনিসুল হক, ভিয়েনা, অস্ট্রিয়া।