২০২২!
২০২২, তুমি এমন বছর হবে?
মিথ্যাচার আর তোষামোদি যেথায় নাহি র’বে!
তেলবাজি আর মিথ্যাচারে যখন মোরা অন্ধ
এনে দিবে সামনে মোদের সাধের কোনো গন্ধ?
খুন-খারাবি, ঘুষ-দুর্নীতি হবে যেথায় নিপাত
খারাপেরে সবখানেতেই ভালো’য় করবে আঘাত!
বিচার হবে সবকিছুরই আসবে আইনের শাসন,
প্রভাবশালী হলেই যেন করে না কেউ তোষণ!
ধনী–গরিব সবার হবে একই পরিচয়,
মানুষ সবাই এ কথাটির হবে না কো ক্ষয়!
নারী-পুরুষ চলবে যেথায় পারস্পরিক শ্রদ্ধায়,
কেউ যেন হায় কোথাও কভু সম্ভ্রম নাহি হারায়!
কোনো ভেদাভেদ রবে না আর সারা বিশ্বময়,
বোমার আঘাতে নিবে না প্রাণ, বিশ্ব হবে শান্তিময়!
পারস্পরিক সম্পর্কে মোরা এগিয়ে যেন চলি
‘মোদের গরব, মোদের আশা’ এমনই কথা সদাই যেন বলি!