২০ হাজার আফগান শরণার্থী নেবে কানাডা
আফগানিস্তানের টালমাটাল রাজনৈতিক অবস্থার মধ্যে কানাডা ২০ হাজার আফগান শরণার্থীকে নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডা থেকে মার্কিন ও কানাডার সৈন্য চলে আসার পর এ ঘোষণা এসেছে। মূলত নির্যাতিত আফগান নারী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, অন্যান্য ধর্মীয় নেতা, এলজিবিটি কমিউনিটির সদস্য ও আফগানিস্তানে কানাডার সৈন্য যখন ছিল, তখন তাদের যাঁরা বিভিন্নভাবে সাহায্য করেছিলেন, তাঁরা ও তাঁদের পরিবারের সদস্যরা কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন।
কানাডায় আফগান শরণার্থী এই প্রথম আসছে, তা কিন্তু নয়। বর্তমানে তালেবানের ক্ষমতা দখলের আগেও আফগান শরণার্থী কানাডায় এসেছে। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে কানাডায় মোট ২৩ হাজার আফগান শরণার্থী এসেছে।
আগামী ২০ সেপ্টেম্বর কানাডার মধ্যবর্তী নির্বাচন ঘোষণার ফলে শরণার্থী আনার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হবে বলে অনেকে মনে করছেন। মূলত জাতিসংঘের মাধ্যমে কানাডা তাদের আনবে। ইতিমধ্যে কানাডা ১০০ মিলিয়ন ডলারের একটি সাপোর্ট প্রোগ্রাম ঘোষণা করেছে নতুন আসা ব্যক্তিদের (নিউ কামার) জন্য। এই প্রোগ্রামের অর্থ দিয়ে তাদের প্রাথমিক সেটেলমেন্টের ব্যবস্থা করা হবে। এখন যারা আসবে, তাদের কানাডার বিভিন্ন প্রভিন্সে পাঠিয়ে দেওয়া হবে। কানাডা পৃথিবীর বিভিন্ন দেশের অসহায়-নির্যাতিত মানুষকে তাদের দেশে স্বাগত জানায়। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডা শরণার্থী নিয়ে এসেছে। সিরিয়া, হংকং, ইরান, চীন, ভারত, আফ্রিকার বিভিন্ন দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কানাডায় শরণার্থী হয়ে আসে।
*লেখক: কানাডাপ্রবাসী