চতুর্থ প্রবাসী বাংলাদেশি দিবসের অনুষ্ঠান প্রথম আলো ফেসবুকে লাইভ
১০ জানুয়ারি চতুর্থ প্রবাসী বাংলাদেশি দিবস অনুষ্ঠান উদ্যাপনের আয়োজন করেছে স্কলার্স বাংলাদেশ সোসাইটি। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কপ্রবাসী প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম।
আলোচনায় অংশ নোবেন যুক্তরাষ্ট্র থেকে ড. জিয়াউদ্দিন আহমেদ, বিজ্ঞানী ড. নুরুন্নবী, যুক্তরাজ্য থেকে মাহবুব হাসান, কানাডা থেকে নাসির উদ দুজা, অস্ট্রেলিয়া কামরুল আহসান খান, দুবাই থেকে এন আর বি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মাদ আলমগীর চেয়ারম্যান ম্যাক্স গ্রুপসহ প্রবাসী বিশিষ্ট ব্যক্তিরা এবং বাংলাদেশ থেকে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান।
এম ই চৌধুরী শামীম বলেন, ‘ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই রাষ্ট্রীয়ভাবে প্রবাসী দিবস পালন করা হয়। দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁদের সমস্যা, সংকট ও সফলতা নিয়ে একটি দিবস থাকা অপরিহার্য বলে আমরা মনে করি। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। এই চিন্তা থেকে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর প্রথম প্রবাসী বাংলাদেশি দিবস আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় স্কলার্স বাংলাদেশ সোসাইটি এই দিবসের আয়োজন করে আসছে।’