১ নভেম্বর টরন্টোর বাংলা টেলিভিশনের সুরের ধারা
পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়ার পরিচিতি শিল্পীদের শিল্পী হিসেবে। তার পরিবেশনা নিয়ে এমনিতেই কমিউনিটিতে ভিন্নরকমের আবেদন আছে। তার সঙ্গে যুগলবন্দী হয়েছেন আরেক গুণী শিল্পী ড. মমতাজ মমতা। এই দুই শিল্পীর গানের অনুষ্ঠান নিয়ে অন্যরকম এক আগ্রহ তৈরি হয়েছে টরন্টোর বাঙালি কমিউনিটিতে।
আগামী ১ নভেম্বর টরন্টোর বাংলা টেলিভিশন আয়োজিত সুরের ধারায় মঞ্চে গাইবেন পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া ও ড. মমতাজ মমতা। সমঝদার শ্রোতার জন্য ভালো গান—এ অভিপ্রায় নিয়ে বাংলা টেলিভিশন কানাডার নিয়মিত মঞ্চ পরিবেশনার এটি তৃতীয় আয়োজন।
পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া লক্ষ্ণৌর ভাতখন্ড সংগীত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে ও এলাহাবাদ হিন্দি সাহিত্য সম্মেলন থেকে হিন্দি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম স্তম্ভ ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা ওস্তাদ আমির খানের সুযোগ্য শিষ্য ড. সুরেন্দ্র শংকর অবস্তির ব্যক্তিগত তত্ত্বাবধানে গুরু-শিষ্য পরম্পরায় বহু বছর উচ্চাঙ্গ সংগীতের শিষ্যত্ব লাভ করেন।
মমতাজ মমতা পশ্চিম বাংলার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। মমতা ভারতের স্বনামধন্য ডাগর ঘরানার পদ্মভূষণ ওস্তাদ রহিম ফাহিম উদ্দিন খান ডাগর ও তার যোগ্য শিষ্যা শ্রীমতী কাবেরী করের তত্ত্বাবধানে একটানা দশ বছর গুরু-শিষ্য পরম্পরায় ধ্রুপদ সংগীতে তালিম নিয়েছেন।
কানাডার মূলধারার সম্মানজনক মঞ্চ ফেয়ারভিউ পাবলিক লাইব্রেরি থিয়েটার হলে (৩৫ ফেয়ারভিউ মল ড্রাইভ, টরন্টো) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। শিল্পীদ্বয়ের সঙ্গে তবলায় থাকবেন দোলন সিনহা, কি-বোর্ডে মামুন কায়সার, হারমোনিয়ামে হাসান মাহমুদ ও শাহজাহান কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ফারহানা আজিম শিউলী।
অনুষ্ঠানের আয়োজক বাংলা টেলিভিশনের কর্ণধার সাজ্জাদ আলী এই প্রসঙ্গে বলেন, বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক উৎকর্ষ ও সুস্থতা, কানাডায় আমাদের অগ্রগতির জন্য অপরিহার্য। সেটি বিবেচনা রেখেই আমরা পণ্ডিত শিল্পীদের পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির শুদ্ধ চর্চা ও বিকাশকে উৎসাহিত করার চেষ্টা করছি।