হে কবি তুমি কি শুনতে পাও
হে বিদ্রোহী কবি কাজী নজরুল,
আজও হয়নি শেষ তোমার বিদ্রোহের!
হে সাম্যবাদের কবি কাজী নজরুল,
আজও হয়নি জয় সাম্যবাদের!
আজও নব্য সাহেবের লাথি খায় কুলিরা,
আজও গাড়িচাপা পড়ে মরে তারা!
মসজিদ–মন্দিরে মৌলভি–পূজারি,
আজও দূর দূর করে তাড়ায় ভিখারি!
চেঙ্গিস, গজনী মামুদ, কালাপাহাড়ের,
ঘুম ভাঙেনি আজও তো তাদের!
আসেনি এখনো তোমার ডাকে তারা,
ভেঙে ফেলতে অন্যায়–অত্যাচারের কারা!
আজও মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে,
শিকল ভেঙে বেরিয়ে আসার চেষ্টায় নারী,
ক্রমাগত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত,
ঝরায় অফুরান অশ্রুবারি!
শুধু তোমার ডাকে সাড়া দিয়ে,
মসজিদের পাশে দিয়েছি তোমার কবর।
তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও কবি? আর
সেই সাথে শোষিত মানুষের আর্তনাদের খবর!
* ডা. সুরাইয়া হেলেন, কম্বোডিয়া