সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নজরুল ইসলাম সুমন
নজরুল ইসলাম সুমন

২ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সৌদি আরবের জেদ্দা-তায়েফ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা জেদ্দায় বসবাস করতেন ও ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে তারা তায়েফ যাচ্ছিলেন। মহাসড়কে একটি ট্রেলারকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর এক ট্রেলারের সঙ্গে সংঘর্ষে তাদের জিপ গাড়িটি ট্রেলারের নিচে পড়ে। ঘটনাস্থলেই তারা তিনজন নিহত হন।

সুমন মোল্লা
সুমন মোল্লা

নিহতরা হলেন নোয়াখালী জেলার নজরুল ইসলাম সুমন (৩৫), গাজীপুর জেলার শ্রীপুরের সুমন মোল্লা (৩০) ও কাপাসিয়ার মোহাম্মদ আলম (৩২)।

মোহাম্মদ আলম
মোহাম্মদ আলম

তাদের মরদেহ বর্তমানে মক্কায় আল-নূর হাসপাতালে রাখা হয়েছে। এ ব্যাপারে জেদ্দা কনস্যুলেট কর্তৃপক্ষ অবহিত এবং তারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করছেন বলে জানিয়েছেন কনসাল (শ্রম ও শিক্ষা) মুহাম্মদ রেজা-ই-রাব্বি।
নিহতরা ব্যবসার পাশাপাশি জেদ্দায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় তাদের অকাল মৃত্যুতে জেদ্দায় সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।