স্পেনে ৭ মার্চ পালন
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। ৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য অ্যাফেয়ার্স এ টি এম আবদুর রউফ মণ্ডল।
দূতাবাসের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাসভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে সব শহীদের এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সব সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
৭ মার্চ উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ এবং প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম। বিজ্ঞপ্তি