স্পেনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা
স্পেন আওয়ামী লীগের উদ্যোগে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভার্চ্যুয়াল মাধ্যমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্পেন আওয়ামী লীগের সভাপতি এ এস আই এস রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিজভী আলমের পরিচালনায় সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা। ১৬ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিক লোকজন। আহত ব্যক্তিদের অনেকেই এখনো তাঁদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।
এম নজরুল ইসলাম বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। মৌলবাদ অশুভ শক্তি সব সময় আমাদের উন্নয়নকে পেছনে ফেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।
এ ছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সহসভাপতি একরামুজ্জামান কিরন, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, আজম, এইচ এম হারুন অর রশিদ, বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, তাপস দেবনাথ, ইকবাল হোসেন, বদরুল কামালী, আইন সম্পাদক তারিক হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য ফারহানা ইয়াসমিন, আফসার হোসেন নিলু, তুহিন আহমেদ, সুমন আহমেদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।