স্পেনে স্থগিত ক্রিকেট টুর্নামেন্ট আবার চালু, ফাইনালে টাইগার মাদ্রিদ
স্পেনে করোনা পরিস্তিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থগিত হওয়া বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি স্প্যানিশ খেলোয়াড়দের সমন্বয়ে আটটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ৯ আগস্ট মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাইগার মাদ্রিদ বনাম ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৩৯ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান খালেদ মালিক (৬২) কামিল আহমেদ (৫২) আসলাম বকসী প্যারিস (৩০)। এ রান তাড়া করতে নেমে শুরুতে উড়ন্ত সূচনা করে ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব। পরে টাইগার মাদ্রিদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও গতির কাছে হার মানে তারা। জবাবে ২০৯ রান করতে সক্ষম হয় ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। টাইগার মাদ্রিদের অলরাউন্ডার বেলাল ৩ ওভারে নেন ৪ উইকেট।
খেলায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মামুন খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ক্রীয়া সম্পাদক সায়েক মিয়া, সাবেক ক্রীয়া সম্পাদক আবু বক্কর তামিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাবের ম্যানেজার আবদুল মজিদ, টাইগার মাদ্রিদের ম্যানেজার কবির আল মাহমুদ, কাওসার আহমেদ, জাফর আহমদ, মাহবুব আহমদ প্রমুখ। আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে পারলে দেশের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে এবং স্পেনের মূল ধারার ক্রিকেটে খেলার সুযোগ বাড়বে।
টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন, এ রকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।