স্পেনে রাষ্ট্রদূতের সঙ্গে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

ছবি: লেখক

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন। ১৩ জুলাই দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার সেন্টারে এ সৌজন্য হয়।

নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি একরামুজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল। রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ স্পেনের বাংলাদেশ কমিউনিটির তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন। তিনি স্পেনের বাংলা স্কুল, কমিউনিটিতে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে সর্বোপরি কমিউনিটির বন্ধন সুদৃঢ় করতে আঞ্চলিক সংগঠন গুরুত্ব অপরিসীম বলে মনে করেন।

ছবি: সংগৃহীত

এ সময় দূতাবাসের হেড অব চ্যান্সেরি আবদুর রউফ মণ্ডল, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি আমির হোসেন, যুগ্ম সম্পাদক শওকত আহমেদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ ও সহসাংগঠনিক খসরু হাসান এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি একরামুজ্জামান কিরণ কমিটির নেতৃবৃন্দকে দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে দূতাবাস প্রাঙ্গণে স্বাগত জানান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম।