সুইস আইনপ্রণেতারা বিদেশিদের ভোটাধিকার প্রস্তাব বাতিল করলেন

পার্লামেন্ট সুইজারল্যান্ডে বিদেশি বাসিন্দাদের পূর্ণ ভোটাধিকার প্রদানের জন্য দুটি প্রস্তাব বাতিল করে দিয়েছে। দেশটির পার্লামেন্টে তোলা একটি প্রস্তাবে অন্তত পাঁচ বছর ধরে সুইজারল্যান্ডে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়া, নির্বাচনে অংশ নেওয়া এবং জাতীয় পর্যায়ে অফিসে নির্বাচিত হওয়ার অধিকারের জন্য প্রস্তাব করা হয়েছিল। হাউস অব রিপ্রেজেনটেটিভসে গ্রিন পার্টির তোলা সেই প্রস্তাবের বিরুদ্ধে গত মঙ্গলবার ভোট পড়েছে বেশি।

হাউসের একটি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা স্থানীয় পর্যায়ে বিদেশিদের পূর্ণ রাজনৈতিক অধিকার প্রদানের জন্য সোশ্যাল ডেমোক্রেটিক সংসদ সদস্য মোস্তফা আতিসির একটি পৃথক প্রস্তাবও বাতিল করে দিয়েছে। ওই প্রস্তাবের সমর্থকদের যুক্তি ছিল, এটি সুইস সমাজকে আরও গণতান্ত্রিক করার পথ উন্মোচিত করবে। কারণ বর্তমানে ২০ শতাংশের বেশি বাসিন্দা দেশের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারেন না। বিরোধীরা বলেছে, বিদেশি বাসিন্দাদের ভোট দেওয়ার অধিকার দেওয়ার আগে প্রথমে সুইস নাগরিকত্ব নিতে হবে এবং ক্যান্টন ও পৌরসভাগুলোকে নিজেদের সিদ্ধান্ত নিতে স্বাধীন থাকতে হবে।