সুইজারল্যান্ডে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
প্রতিবছরের মতো জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক ‘অভিবাসী দিবস’ উদ্যাপন করা হয়। ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য সামনে রেখে সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দূতাবাস কর্তৃক একটি ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদ্যাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ঘিরেই এ দিবসের উৎপত্তি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক বাণী পড়ে শোনানো হয়।
বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সুইজারল্যান্ডে অন্যান্য দেশের তুলনায় অভিবাসীর সংখ্যা কম হলেও রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে সুইস প্রবাসী বাংলাদেশিরা অনেক এগিয়ে। রাষ্ট্রদূত অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সরকারের সার্বিক ব্যবস্থার কথা উল্লেখ করেন। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে কনস্যুলার সেবা প্রদানে ‘দূতাবাস’ মোবাইল অ্যাপ্লিকেশনের কথা উল্লেখ করেন তিনি।