সুইজারল্যান্ড রুশ কূটনীতিকদের বহিষ্কার করবে না

রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগে ইউক্রেন সেনাদের মহড়া
ফাইল ছবি: এএফপি

সুইস প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ান কূটনীতিকদের আলপাইন দেশ সুইজারল্যান্ড বহিষ্কার করবে না। সুইস ফেডারেল কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে এবং মনে করে যে কূটনীতিকদের বহিষ্কার একটি ব্যবস্থা, যা একটি নিরাপত্তানীতির প্রেক্ষাপটে নেওয়া উচিত, কোনো কিছুর জন্য অনুমোদন হিসেবে নয়।

রুশ-অধিকৃত বুচা শহরে শত শত বেসামরিক মৃত্যুর খবরের পর প্রায় ২০০ রুশ কূটনীতিককে ইউরোপ থেকে বহিষ্কার করা হয়েছে। রাশিয়া দৃঢ়ভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং জাতিসংঘে তার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন যে ‘একজন বেসামরিক নাগরিকও কোনো ধরনের সহিংসতার শিকার হননি।’

ইউক্রেনে কী ঘটেছে, তার সত্যতা প্রতিষ্ঠিত হওয়ার আগে ‘যুদ্ধাপরাধ’ শব্দটি ব্যবহারের বিরুদ্ধেও সুইস প্রেসিডন্ট ক্যাসিস সবাইকে সতর্ক হতে বলেছেন। সুইজারল্যান্ড যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করার জন্য একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত চায়। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এ আদেশ বাস্তবায়নের জন্য একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন চালু করেছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কারের জন্য ভোটে সুইজারল্যান্ড ৯২টি অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে। ২০১১ সালে লিবিয়ার পর জাতিসংঘের এ সংস্থা থেকে বহিষ্কারের ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটাল। রাশিয়া দেশগুলোকে সতর্ক করেছিল যে হ্যাঁ ভোট দেওয়া বা বিরত থাকাকে দ্বিপক্ষীয় সম্পর্কের পরিণতিসহ ‘অবন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক হিসেবে দেখা হবে।