সুইজারল্যান্ড রাশিয়ান পণ্য লেনদেন বিষয়ে সিদ্ধান্ত নেবে

ছবি: এএফপি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অধীন রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থাগুলো থেকে ব্যবসায়ীদের কেনাকাটা কমাতে হবে কি না, তা আলাদা আলাদাভাবে বিচার করে সে অনুসারে সুইজারল্যান্ড সিদ্ধান্ত নেবে। স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স নিষেধাজ্ঞার বিষয়ে দায়িত্বে রয়েছে। এ সংস্থা নীতিগতভাবে ইইউর ব্যবস্থাগুলো অনুসরণ করার জন্য সুইস নীতি নিশ্চিত করে থাকে। আগামী মে মাসের মাঝামাঝি থেকে পণ্যের লেনদেনের ব্যাপারে সিদ্ধান্ত দেবে তারা।

সুইজারল্যান্ড ইইউর সদস্য নয়। দেশটি রাশিয়ান পণ্য বাণিজ্যের একটি মূল কেন্দ্র।
স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স মনে করে, সুইজারল্যান্ডেরও প্রতিটি ক্ষেত্রে চূড়ান্তভাবে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যে একটি লেনদেন ‘কঠোরভাবে প্রয়োজনীয়’ কি না।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ইইউ রাশিয়ান তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেনি, কারণ জার্মানির মতো কিছু দেশ রাশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং বিকল্পগুলোকে অদলবদল করার মতো অবকাঠামো নেই। ট্রেডিং কোম্পানিগুলো অবশ্য রাশিয়ান এনার্জি গ্রুপ রোসনেফ্টের কাছ থেকে কেনাকাটা বন্ধ করে দিচ্ছে, কারণ তারা বিদ্যমান ইইউ নিষেধাজ্ঞার ভাষা মেনে চলতে চাইছে।