সুইজারল্যান্ড টিকাহীনদের জন্য আরও কঠোর করেছে বিধিনিষেধ

রেস্তোরাঁ ও অন্যান্য ইনডোর পাবলিক স্পেসে টিকাবিহীনদের জন্য আরও সীমাবদ্ধ থাকবে। সুইস রেস্তোরাঁর দৃশ্য
ছবি: লেখক

সুইজারল্যান্ড শুধু টিকাপ্রাপ্ত ব্যক্তিদের অথবা যাঁরা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠেছেন, তাঁদের অভ্যন্তরীণ গণপরিসর, যেমন রেস্তোরাঁ, বার, সাংস্কৃতিক ও খেলাধুলার জায়গাগুলোতে প্রবেশের অনুমতি দেবে। ক্রমবর্ধমান সংক্রমণ রোধ করতে ও হাসপাতালের বোঝা কমানোর লক্ষ্যে জনসমাবেশে নতুন নিষেধাজ্ঞাগুলো গত সোমবার (২০ ডিসেম্বর) থেকে প্রযোজ্য হচ্ছে। পদক্ষেপগুলো প্রাথমিকভাবে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী অ্যালাইন বারসেট গত শুক্রবার নতুন নিয়মগুলো তুলে ধরে আরও বলেন, যেখানে মাস্ক পরা যাবে না এবং বসার ব্যবস্থা করা যাবে না, সেখানে সবাইকে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার সার্টিফিকেট দিতে হবে। শুধু যাঁদের টিকা দেওয়া হয়েছে বা গত চার মাসের মধ্যে বুস্টার জ্যাব নেওয়া হয়েছে, অথবা ১৬ বছরের কম বয়সী, তারা এই পরীক্ষার প্রয়োজনীয়তা থেকে মুক্ত।

গত শুক্রবার সুইজারল্যান্ডে ৯ হাজার ৯৪১টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যেখানে ১ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৯৪ রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। পরিসংখ্যানটি সরকারের জন্য সবচেয়ে উদ্বেগজনক এবং আশঙ্কা করছে যে নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো অতিরিক্ত চালানো হতে পারে। সুইজারল্যান্ডের হাসপাতালগুলোকে অতি জরুরি নয়, এমন চিকিৎসা স্থগিত করারও সুপারিশ করা হয়।

সোমবার থেকে সরকার সবাইকে বাড়ি থেকে অফিস ও কাজ করার আদেশ দিয়ে এর ওপর অতিগুরুত্ব আরোপ, করেন যদি না কর্মক্ষেত্রে যাওয়া অনিবার্য হয়। স্কুল খোলা থাকবে, তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক হবে।

১৬ বছরের বেশি বয়সী সর্বাধিক ৩০ ব্যক্তি ইনডোর প্রাইভেট মিটিংয়ে যোগ দিতে পারবে, যদি সমাবেশে টিকা দেওয়া হয়নি, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যারা সম্প্রতি সংক্রমণ থেকে সেরে ওঠেনি। আউটডোর জমায়েত ৩০০ জনের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।

সুইস ই-টিকা সার্টিফিকেট
ছবি: লেখক

সুইস সরকার কোভিড সার্টিফিকেটের উদ্দেশ্যে এবং করোনাভাইরাস সংক্রমণের লক্ষণগুলো প্রদর্শনকারী লোকেদের জন্য পরীক্ষার খরচ বহন করবে।

সুইজারল্যান্ডে প্রবেশকারী ভ্রমণকারীদের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। পর্যটকেরা পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে একটি দ্রুত পরীক্ষা বা ৭২ ঘণ্টার মধ্যে একটি পিসিআর পরীক্ষার মধ্যে বেছে নিতে পারেন। ২০ ডিসেম্বর থেকে, যাদের হয় টিকা দেওয়া হয়েছে বা সম্প্রতি সংক্রমণ থেকে পুনরুদ্ধার করা হয়েছে তাদের দেশে প্রবেশের চার থেকে সাত দিনের মধ্যে আর একটি পরীক্ষা করতে হবে না।

সুইজারল্যান্ড ইতিমধ্যেই পরের বছরের শুরুতে Moderna এবং Pfizer/Biontech থেকে সাত মিলিয়ন অতিরিক্ত টিকার ডোজ অর্ডার করেছে এবং এই সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ২০২২ সালের শেষ নাগাদ ৩৪ মিলিয়ন ডোজ পাওয়া যাবে।

সুইজারল্যান্ডের জনসংখ্যার মাত্র দুই-তৃতীয়াংশ সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে, যেখানে ১৬.৩% এখনও পর্যন্ত একটি বুস্টার জ্যাব পেয়েছে।