সিনেটরের সঙ্গে বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধির সাক্ষাৎ

সিনেটর বারবারা বক্সার ও  অ্যালেক্স পাডিলার সঙ্গে শামসুদ্দিন মানিক
সিনেটর বারবারা বক্সার ও অ্যালেক্স পাডিলার সঙ্গে শামসুদ্দিন মানিক

যুক্তরাষ্ট্রের সিনেটর বারবারা বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছে লস অ্যাঞ্জেলেসপ্রবাসী বাংলাদেশ কমিউনিটির দুই সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলের সদস্যরা হলেন কমিউনিটি নেতা সামসুদ্দিন মানিক ও বাংলাদেশ-ইউএসএ নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক, মূকাভিনেতা ও কবি কাজী মশহুরুল হুদা। ১৬ অক্টোবর ওয়েস্ট হলিউডের সোত্তা হাউসে তাঁরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশি কমিউনিটি নেতা শামসুদ্দিন মানিক সিনেটর বারবারা বক্সারকে লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ সম্পর্কে অবহিত এবং আগামী বাংলাদেশ ডে প্যারেডে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান। এ ছাড়া বাংলাদেশ ভ্রমণের জন্য তাঁরা তাঁকে আমন্ত্রণ জানান।

কাজী মশহুরুল হুদা ও অ্যালেক্স পাডিলার
কাজী মশহুরুল হুদা ও অ্যালেক্স পাডিলার


শামসুদ্দিন মানিক ও কাজী মশহুরুল হুদা সেদিন একই স্থানে নভেম্বরে অনুষ্ঠিতব্য ক্যালিফোর্নিয়া রাজ্যের নির্বাচনে সেক্রেটারি অব স্টেট প্রার্থী অ্যালেক্স পাডিলার সঙ্গেও সাক্ষাৎ করেন। ৪ নভেম্বর ক্যালিফোর্নিয়া রাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে লস অ্যঞ্জেলেসে অ্যালেক্স পাডিলার সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাজী মশহুরুল হুদা ও শামসুদ্দিন মানিক আমন্ত্রিত অতিথি হিসেবে ওই সমাবেশেও যোগ দেন। তাঁরা অ্যালেক্স পাডিলারকে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মিলিত হওয়ার আহ্বান জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। অ্যালেক্স বাংলাদেশ কমিউনিটিকে ৪ নভেম্বরের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে রাজ্যে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য চেষ্টা করবেন।
তপন দেবনাথ
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র