সিডনির নীপবনপল্লিতে অমর একুশে পালন

সিডনির নীপবনপল্লিতে একুশের অনুষ্ঠানের একাংশ
ছবি: মো. জাহাঙ্গীর

অস্ট্রেলিয়ার সিডনিতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় কর্মদিবস হওয়ায় ১৯ ফেব্রুয়ারি ও গতকাল রোববার দিবসটিকে কেন্দ্র করে দেশটিতে নানা কর্মসূচি চলছে।

এরই ধারাবাহিকতায় এ উপলক্ষে সিডনির পিট টাউনে অবস্থিত নীপবনপল্লিতে শনিবার নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নীপবনপল্লিতে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের স্মৃতিতে শ্রদ্ধা অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানেরও আয়োজন হয় নীপবনপল্লিতে।

সিডনির নীপবনপল্লিতে একুশের অনুষ্ঠানের একাংশ
ছবি: মো. জাহাঙ্গীর

বাঙালি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চায় ২০১৫ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসকারী বিভিন্ন পেশার বাংলাদেশিরা গড়ে তোলেন এ নীপবনপল্লি। প্রতিবছর বাংলাদেশি বিভিন্ন উৎসব পালন ও সংস্কৃতিকে ধারণের লক্ষ্যেই স্থায়ীভাবেই গড়ে তোলা হয় নীপবনপল্লি। মহান ভাষা দিবসেও এর ব্যতিক্রম হয়নি। নীপবনপল্লির সব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক আয়োজন ছিল মূল আকর্ষণ। স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে দেশীয় খাবারেরও আয়োজন ছিল। চলতি স্বাস্থ্যবিধির কারণে বড় পরিসরে আয়োজন করা না গেলেও আগামীতে সবার অংশগ্রহণে আরও বড় আয়োজনের আশা ব্যক্ত করেছেন নীপবনপল্লির অন্যতম উদ্যোক্তা চিকিৎসক আসাদ শামস।