সিডনিতে ৭ দিনের হোম কোয়ারেন্টিনের পরিকল্পনা

দীর্ঘদিনের বিধিনিষেধে অনেকটায় নীরব সিডনি নগরের ব্যস্ত সড়ক। ছবিটি গত বুধবার তোলা
ছবি: কাউসার খান

অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এ ভ্রমণে বাধ্যতামূলক ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনের বদলে বাড়িতে সাত দিনের কোয়ারেন্টিনে থাকার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। যদিও নতুন নিয়মটি আপাতত কেবল অস্ট্রেলিয়ার নাগরিক এবং নাগরিকদের পরিবারের জন্য কার্যকর হবে। সম্পুর্ণ টিকা গ্রহণ করা ব্যক্তিরাই কেবল বাড়িতে কোয়ারেন্টিনের এই  সুযোগ পাবেন।

নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার এই হোম কোয়ারেন্টিনের কার্যকারিতা যাচাই করে দেখতে আগামী অক্টোবর মাসে ১৭৫ জনকে বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেবে। এ নিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী স্টুয়ার্ট আইরেস জানান, চলতি বছরের শুরু থেকেই কোয়ারেন্টিন পদ্ধতি পরিবর্তনের সরকারের একটি পরিকল্পনা চলছিল। আর হোটেল কোয়ারেন্টিন তুলে নিলে সপ্তাহে প্রায় ৩৩ কোটি অস্ট্রেলীয় ডলারের ব্যয় কমানো সম্ভব বলেও জানান তিনি।

অতিমারির শুরু থেকে এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ হোটেল কোয়ারেন্টিনে থেকেছেন। নতুন পদ্ধতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, ‘কোয়ারেন্টিন শুরু থেকেই করোনাভাইরাস রোধে আমাদের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে। তবে যেহেতু টিকা প্রদানের মাধ্যমে আমরা নতুন মাইলফলকের দিকে যাচ্ছি, আমাদের উচিৎ হবে সবকিছুই নতুনভাবে করার চেষ্টা করা।’