সিডনিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে সিডনির রকডেলের একটি রেস্তোরাঁয় এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের সব শহীদ এবং ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় আলোচকেরা স্বাধীনতা আন্দোলনের স্মৃতিচারণা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে আইভি রহমানের লেখা ‘কিছু স্মৃতি অমলিন’ ও ‘হার্ট অন ফায়ার’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।