সিডনিতে বিশিষ্টজন আবদুল হান্নানের মৃত্যু
অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবদুল হান্নান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (১৮ এপ্রিল) সিডনির স্থানীয় সময় মধ্যরাতে সিডনির প্রিন্স অব ওয়েলস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ৩০ মার্চ আকস্মিক অগ্ন্যাশয় স্ফীতি ও প্রদাহের (প্যানক্রিয়াটাইটিস) কারণে তাঁকে এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। চিকিৎসারত অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আর কোনো উন্নতি হয়নি। আবদুল হান্নানের বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বুধবার বাদ জোহর সিডনির রকডেল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
গত বছর ডিসেম্বর মাসে আবদুল হান্নান তাঁর মেয়ের কাছে বেড়াতে এসেছিলেন। তাঁর মরদেহ আগামী শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশে পৌঁছালে কুলিয়ারচরে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর ছোট মেয়ে বিলকিস আক্তার সিডনির ব্ল্যাকটাউন হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্তব্যরত। আবদুল হান্নান প্রথম আলোর সিডনির নিয়মিত প্রদায়ক ও অভিবাসন আইনজীবী কাউসার খানের শ্বশুর। আবদুল হান্নানের পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করা হয়েছে।