সিডনিতে বাংলাদেশিদের জন্য ঈদ এক্সিবিশন

ঈদ এক্সিবিশনে স্টল
ঈদ এক্সিবিশনে স্টল

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের হাতের নাগালে ঈদ কেনাকাটার সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী সিডনি-বাংলাদেশি ঈদ এক্সিবিশন। দুই দিনব্যাপী মেলার আজ রোববার ছিল প্রথম দিন। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণে এ মেলা আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া মেলায় ২৫টি স্টলে ছিল বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের ঈদ পোশাক ও গয়না। মেলা দেখতে এসে বাংলাদেশিদের সঙ্গে কেনাকাটা করেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাংসদ অনুলাক চান্টিভংগ।

দেশীয় পোশাক ও ফ্যাশনকে তুলে ধরতেই এ মেলা আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আসর গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণেই বসবে আগামী ২ জুন রোববার বেলা ১১টা থেকে। সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

ঈদ এক্সিবিশনে স্টল
ঈদ এক্সিবিশনে স্টল

মেলার প্রথম দিনেই বিপুল দর্শক সমাগম ঘটেছে বলে জানায় মেলার আয়োজক সিডনি বাঙালি কমিউনিটি ইনক। আয়োজকদের অন্যতম আবু তারিক এ বিষয়ে বলেন, ঈদের আগে ও নিকটবর্তী অবস্থানে হওয়ায় ইঙ্গেলবার্নের মেলায় এবার আশাতীত ক্রেতা আসেন। এ ছাড়া বড় পার্কিং সুবিধা ও হাল-ফ্যাশনের পণ্যের জোগান থাকায় ক্রেতারা আগামী আসরেও আসবেন মনে আশা করছি।