সিডনিতে বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

অনুষ্ঠানে শিশু–কিশোরদের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল এক বৃহৎ মিলনমেলার। সিডনিতে বসবাসরত সব বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অল অ্যালামনাই ইভেন্ট’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর সিডনির ব্যাংকস টাউন এলাকার পল কিটিং পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু হয় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং লাল-সবুজ ও সাদা–নীল রংয়ের বেলুন আকাশে উড়িয়ে। এরপর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়। এতে অংশ নেন বাংলাদেশের সিডনি কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, সাংসদ ওয়েন্ডি এলিজাবেথসহ আরও অনেকে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শতাধিক আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে বাংলাদেশের মানব পতাকা তৈরি। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নাচ-গান, কবিতা আবৃত্তি, প্রবন্ধ, নৃত্যনাট্য, ফ্যাশন শো, নাট্যাভিনয় ও গম্ভীরা পরিবেশন করা হয়। এ মিলনমেলা আয়োজনে সমবেত হন ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, শাহজালাল, নর্থ-সাউথ, আহছানুল্লাহ ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবার।

সিডনিতে মানব পতাকা
ছবি: সংগৃহীত

আয়োজক সংগঠনের আহ্বায়ক মোস্তফা আবদুল্লাহ বলেন, ‘এ আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া আমাদের জন্য প্রেরণাদায়ক। আগামীতে আরও বড় আয়োজনের আশা করছি।’