সিডনিতে বাংলাদেশি পঙ্গু শিশুদের জন্য তহবিল সংগ্রহ ১২ মার্চ

আয়োজনের প্রচারপত্র

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি পঙ্গু শিশুদের জন্য একটি তহবিল সংগ্রহের আয়োজন করা হয়েছে। ১২ মার্চ শনিবার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান হবে। নৈশভোজের বিনিময়ে এ তহবিল সংগ্রহ করা হবে। সংগৃহীত তহবিল দিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মাধ্যমে পঙ্গু শিশুদের হুইলচেয়ার বিতরণ করা হবে।

এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাংসদ শাওকাত মোসলমানি। তহবিলে অংশগ্রহণের সর্বনিম্ন অনুদান ১০০ অস্ট্রেলীয় ডলার। এ তহবিল সংগ্রহের আয়োজন করেছে অস্ট্রেলিয়ান দাতব্য সংস্থা কিডস অন হুইল অ্যালায়েন্স। আগামী ২২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পঙ্গু শিশুদের কাছে এ হুইলচেয়ার পৌঁছে দেওয়ার কথা রয়েছে। আয়োজনের অন্যতম সমন্বয়ক গামা আবদুল কাদির এ মানবিক তহবিল সংগ্রহে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।