সিডনিতে বাংলাদেশি নারীদের আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি নারীরা। ১২ মার্চ সন্ধ্যায় সিডনির বিডি হাব মিলনায়তনে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদ্‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদ্‌যাপনের আয়োজন করে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির পার্লামেন্ট সদস্য অ্যানোল্যাক চ্যান্টিভং। অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্যসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ক্লাবটির জ্যেষ্ঠ সহসভাপতি চিকিৎসক শায়লা ইসলাম। ক্লাবটি প্রসঙ্গে সভাপতি রাহেলা আরেফিন বলেন, ‘নারীদের উন্নয়নে এ সংগঠন গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি প্রবাসী নারীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আরও কাজ করার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’