সিডনিতে বাংলা শিল্পকলা প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর

সিডনিতে বাংলা শিল্পকলা প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর
সিডনিতে বাংলা শিল্পকলা প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর

অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও আয়োজিত হতে যাচ্ছে বাংলা শিল্পকলা প্রদর্শনী। ২৫ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। এবারই প্রথমবারের মতো বাংলা শিল্পকলা প্রদর্শনী উপস্থাপন করছে অস্ট্রেলিয়ার মূলধারার শিল্পকলা কেন্দ্র ক্যাম্পবেলটাউন আর্টস সেন্টার।

এ আয়োজন মূলত বাংলাদেশি শিল্পীদের অনবদ্য কলার প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে বাংলাদেশি শিল্পীদের চিত্রশিল্প, স্থিরচিত্র, ভাস্কর্য, ডিজিটাল গ্রাফিকস ডিজাইন, ধাতুর কাজ, ট্যাপেস্ট্রি ও অন্য শিল্পের মাধ্যমে তৈরি শিল্পকলা।

প্রদর্শনীটি আয়োজন করেছে বাংলা হাব। বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ সৃজনশীল বিভিন্ন শিল্পকলা প্রদর্শনীর করে বাংলাদেশিদের এ সংগঠনটি।

প্রদর্শনী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ২৮ সেপ্টেম্বর শনিবার বেলা দুইটায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন মুনির হোসেন।