সিডনিতে বাংলা চলচ্চিত্র উৎসব শুরু ২৩ নভেম্বর

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব। ২৩, ২৭ ও ২৮ নভেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে এ উৎসব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ উৎসব আয়োজন করছে সিডনির বাংলাদেশ কনসাল জেনারেল।

‘মুজিব বর্ষ ও সুবর্ণজয়ন্তী বাংলা চলচ্চিত্র উৎসব, সিডনি, ২০২১’ শিরোনামে চলবে উৎসবটি।

২৩ নভেম্বর উদ্বোধনী দিনে সিডনির পূর্বাঞ্চলের মুরপার্কে অবস্থিত প্রেক্ষাগৃহ হোয়েটস এন্টারটেইনমেন্ট কোয়ার্টারে প্রদর্শিত হবে ইতিহাসভিত্তিক ডকুড্রামা ‘হাসিনা: আ ডটার’স টেল’। এরপর ২৭ নভেম্বর হোয়েটসের ব্ল্যাকটাউনের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘ফাগুন হাওয়ায়’। একই প্রেক্ষাগৃহে ২৮ নভেম্বর প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’।

এ আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করছে বঙ্গজ ফিল্মস।