সিডনিতে ফাল্গুন উৎসব উদ্যাপিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বিডি হাব কমিউনিটি হলে রঙিন সাজে আর উৎসাহ-উদ্দীপনায় ফাল্গুন উৎসব উদ্যাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ১৪ ফেব্রুয়ারি সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা ঋতুরাজ বসন্তের আগমনীর দিনে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরে বর্ণাঢ্য এই ফাল্গুন উৎসব উদ্যাপন করেন।
আগুন ঝরা ফাগুনের বাঙালিয়ানা আমেজে একদিকে বাসন্তী সাজে সাজানো হয়েছিল আয়োজনস্থল। নারীদের পরনে ছিল হলুদ আর বাসন্তী শাড়ি, খোঁপায় ফুল। আর পুরুষদের পরনে ছিল রঙিন পাঞ্জাবি।
সিডনিতে আয়োজিত ফাল্গুন উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল নতুন প্রজন্মের সংগঠন কমিউনিটি কিশোর সংঘের বাংলা গান পরিবেশন। উৎসবে একদিকে নানা দেশীয় খাবারের পাশাপাশি দেশীয় মৃৎশিল্প, বাঁশ এবং বেতের তৈরি তৈজসের সমাহার উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সিডনির বাংলাদেশিদের জন্য এই ফাল্গুন উৎসবের আয়োজন করে দেশটির বাংলাদেশিদের সংগঠন সিডনি বাঙালি কমিউনিটি ‘ইনক’।